Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:২৯

কলকাতা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় নিহত ২

কলকাতার ফ্লাইওভারে মর্মান্তিক এক বাইক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-দানিস আলম (১৮) এবং আনিস রানা (১৯)। তারা দুইজনই কলকাতার বউবাজার এলাকার বাসিন্দা।

রোববার (২২ ডিসেম্বর) কলকাতার চিংড়িঘাটের ‌মা ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

রোববার সকালে ফ্লাইওভার দিয়ে চিংড়িঘাটের দিক থেকে পার্ক সার্কাস যাওয়ার সময় সাইন্স সিটির মোড়ের ব্রিজের ওপরে পরমা আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে একটি বাইক। পরে ওই বাইকসহ একেবারে ওপর থেকে দুজন নিচে ছিটকে পড়েন। বাইক চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর মাথায় কোনো হেলমেট ছিল না।

প্রগতি ময়দান থানার পুলিশ বাইক চালক ও আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলকাতার শেঠ শুকলাল কর্নানি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রগতি ময়দান থানার পুলিশ জানিয়েছে, রোববার সকালে বাইক নিয়ে বেরিয়েছিলেন দুজন। চালকের মাথায় হেলমেট থাকলেও পেছনে বসা আরোহীর মাথা ফাঁকা ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি নিচে পড়ে যায়। দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

কলকাতা নিহত বাইক দুর্ঘটনা

বিজ্ঞাপন

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর