Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুমরাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনস্টাস

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৯

বুমরাহর বিপক্ষে আত্মবিশ্বাসী কনস্টাস

অনেকটা আচমকাভাবেই স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটার স্যাম কনস্টাস আছেন অভিষেকের অপেক্ষায়। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের আগে কনস্টাস বলছেন, ভারতের জাসপ্রীত বুমরাহকে ভালোভাবেই সামলাতে পারবেন তিনি।

সিরিজের শুরুতে কনস্টাসকে না নিয়ে নাথান ম্যাকসোয়েনিকে বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে সিরিজের তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তরুণ ম্যাকসোয়েনি। শেষ দুই টেস্টের জন্য ঘোষিত দলে বাদ পড়েছেন তিনি। তার পরিবর্তে দলে ঢুকেছেন কনস্টাস। মেলবোর্নে বক্সিং ডে টেস্টেই অভিষেক হতে যাচ্ছে তার।

বিজ্ঞাপন

ম্যাকসোয়েনি পুরো সিরিজজুড়েই ওপেনিংয়ে নেমে বুমরাহর বোলিংয়ের কাছে ধরাশায়ী হয়েছেন। নবাগত কনস্টাসও কি একই পথে হাটবেন, প্রশ্ন উঠেছে এমনটাই। তবে কনস্টাস বুমরাহকে এক প্রকার চ্যালেঞ্জই ছুঁড়ে দিলেন, ‘বুমরাহর বোলিং আমি ম্যাচের আগে খুব বেশি দেখব না। এর মাঝেই অনেকবার দেখা হয়ে গেছে। আমি তার বিপক্ষে ব্যাটিং করতে মুখিয়ে আছি। আমাদের টিম ম্যানেজমেন্ট সব বোলারদের নিয়েই বিশ্লেষণ করে।  তার বোলিং বুঝতে আশা করি আমার সমস্যা হবে না।’

অভিষেক টেস্টে নামার আগে আত্মবিশ্বাসী কনস্টাস, ‘আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। নিজের প্রতিভার উপর আমার ভরসা আছে। এটা আমার জন্য অন্য যেকোনো একটা ম্যাচের মতোই। শৈশবে এই মুহূর্তের স্বপ্ন দেখতাম। ব্যাগি গ্রিন মাথায় দেওয়াটা দারুণ এক ব্যাপার। এটা আমার জন্য গর্বের বিষয়।’

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। সিরিজে এই মুহূর্তে ১-১ এ সমতা।

সারাবাংলা/এফএম

জাসপ্রীত বুমরাহ ভারত-অস্ট্রেলিয়া সিরিজ স্যাম কনস্টাস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর