রাখাইনে জান্তার দ্বিতীয় সামরিক কমান্ডের পতন
২২ ডিসেম্বর ২০২৪ ১২:৪০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৩০
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জান্তার আরেকটি আঞ্চলিক সামরিক সদরদপ্তর দখলের দাবি করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তারা জানায়, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডে দুই সপ্তাহ লড়াইয়ের পর এটি তাদের দখলে এসেছে।
রয়টার্সের তথ্যমতে, জান্তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২১ সালে জান্তা সরকার গঠনের পর মিয়ানমারে বিক্ষোভ ও সশস্ত্র বিদ্রোহের বিস্তার ঘটে। জান্তা বিরোধী ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর অন্যতম সদস্য আরাকান আর্মি। ২০২৩ সালের অক্টোবরে এই জোট চীন সীমান্ত সংলগ্ন এলাকায় বড় সাফল্য অর্জন করে। আগস্টে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাসিও নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে মিয়ানমারের ইতিহাসে প্রথমবারের মতো একটি আঞ্চলিক সামরিক কমান্ডের পতন ঘটে।
বঙ্গোপসাগরের তীরে অবস্থিত রাখাইন প্রদেশ রোহিঙ্গা মুসলিমদের আবাসস্থল, যা এখন জান্তা ও আরাকান আর্মির লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে। গত নভেম্বরে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে আরাকান আর্মি একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে।
যদিও আরাকান আর্মি বেশ কিছু সাফল্য অর্জন করেছে, রোহিঙ্গা অধিকারকর্মীরা অভিযোগ করেছেন যে উত্তর রাখাইনে অভিযানকালে বিদ্রোহী গোষ্ঠীটি রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়েছে। এর ফলে লাখ লাখ রোহিঙ্গা পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
রাখাইন, যেখানে অফশোর গ্যাস রিজার্ভ এবং কিয়াকপু অর্থনৈতিক অঞ্চল রয়েছে, মিয়ানমারের দরিদ্রতম অঞ্চলগুলোর মধ্যে একটি হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সারাবাংলা/এনজে