Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপর্যস্ত ফ্লিক চান ‘বিরতি’

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১২:১৬

শীর্ষস্থান খুইয়ে দিশেহারা বার্সা কোচ ফ্লিক

নিজেদের মাঠে ১৮ বছর ধরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে অপরাজিত ছিলেন তারা। বার্সেলোনার সেই রেকর্ড অবশেষে ভাঙল ডিয়েগো সিমিওনের দল। অলিম্পিক স্টেডিয়ামে অ্যাটলেটিকোর কাছে অন্তিম মুহূর্তে গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে মৌসুমে প্রথমবারের মতো শীর্ষস্থান খুইয়েছে বার্সা। হারের পর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, খানিকটা বিরতি দরকার তার।

লা লিগায় বার্সার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। শেষ ৬ ম্যাচে মাত্র একটি জয় নিয়েই অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠে নেমেছিল কাতালানরা। সেই ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের। শীর্ষস্থান তো হারিয়েছেই, রিয়াল মাদ্রিদ নিজের ম্যাচ জিতলে তৃতীয় স্থানে নেমে যাবে বার্সা।

বিজ্ঞাপন

বার্সার এমন দিশেহারা অবস্থায় খানিকটা বিরতির আশায় ফ্লিক, ‘ঘরের মাঠে ৯ পয়েন্ট হারানো স্বাভাবিক কিছু না। আমরা ভালো খেলেও হেরেছি। এটাই সবচেয়ে কষ্টের ব্যাপার। লিগে বিরতিটা একবারে ঠিক সময়ে এসেছে। আমাদের নিজেদের খানিকটা গুছিয়ে নিতে হবে এই সময়ের মাঝে। বিরতির পর দেখিয়ে দিতে হবে আমরা কতোটা শক্তিশালী। আমরা এই হারে খুবই হতাশ, কিন্তু জীবন তো থেমে থাকবে না।’

মৌসুমের শুরুতে উড়তে থাকা বার্সা খেই হারিয়ে ফেলেছে গত দেড় মাসে। ফ্লিক অবশ্য বলছেন, ফলাফল যাই হোক নিজেদের খেলার ধরন বদলাবে না তারা, ‘নিজেদের মাঝে আত্মবিশ্বাসটা বাড়াতে হবে। আমরা খেলার ধরন বদলাবো না। আমাদের দলটা তরুণ ও দুর্দান্ত ফুটবল খেলছে। দলের সবাই অনুশীলনে মনযোগী। জয়ের ক্ষুধাও আছে। খারাপ সময় কেটে যাবে, ভালো সময় দ্রুতই আসবে।’

সারাবাংলা/এফএম

বার্সেলোনা লা লিগা হ্যান্সি ফ্লিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর