Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিশেহারা সিটি, ‘পথ’ খুঁজছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১০:৩৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১০:৩৭

পেপ গার্দিওলা

নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টা পার করছেন তিনি। পেপ গার্দিওলা ও ম্যানচেস্টার সিটির সেই দুঃসময় যেন কাটছেই না। প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছেও ২-১ গোলে হেরে গেছে সিটিজেনরা। ভিলার কাছে হারের পর গার্দিওলা বলছেন, হন্যে হয়েই সিটিকে এই বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজছেন তিনি।

গত দুই মাসে অবিশ্বাস্য এক খারাপ সময় পার করছে সিটি। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ১২ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে সিটিজেনরা। ভিলার মাঠেও হেরে গিয়ে বিপদটা আরো বেড়েছে তাদের। এই হারে ১৭ ম্যাচে ২৭ পয়েন্টে নিয়ে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে নেমে গেছে পেপের দল।

বিজ্ঞাপন

ভিলার কাছে হারের পর পেপ বলছেন, কীভাবে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন দলকে, সেটাই এখন বড় মাথাব্যথা তার, ‘গত মৌসুমে আমরা লিগ জিতেছিলাম। কিন্তু এবার আমাদের সময়টা খারাপ যাচ্ছে। আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে। দলের সবার উপরে আমার অগাধ ভরসা আছে। সবাই জিততে চায়। কিন্তু সত্যি বলতে আমরা পথ হারিয়ে ফেলেছি। পথটা আমাদের খুঁজে বের করতে হবে। দ্রুত সময়ের মাঝেই আশা করি আমরা সেটা পারব।’

এবারের মৌসুমের শুরু থেকেই একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত সিটি। রদ্রিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে থিতু হতে পারেনি সিটি স্কোয়াড। বরাবরের মতো এবারও নিজেদের এমন হালের জন্য ইনজুরিকে দুষলেন গার্দিওলা, ‘আমার দলের সব ফুটবলার যদি ফিরে আসে তাহলেই সেটা যথেষ্ট। আমাদের মাত্র একজন সেন্ট্রাল ডিফেন্ডার ফিট আছে! পরের ম্যাচের আগে আমাদের চেষ্টা থাকবে কয়েকজন ফুটবলারকে ফিরিয়ে আনা। অবশ্যই আমাদের এমন দুরবস্থার জন্য অন্য আরও অনেক কারণ আছে। আমরা এবার যত গোল হজম করেছি সেটা আগে কখনোই হয়নি। আমরা গোলও করতে পারছি না। সবকিছু মিলিয়েই আসলে এমন অবস্থা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইংলিশ প্রিমিয়ার লিগ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর