Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে ভালো মানুষ লাগবে, সব ঠিক হয়ে যাবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৫

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ

ঢাকা: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমাদের দেশে ভালো মানুষ লাগবে, সব ঠিক হয়ে যাবে। আমরা পলিটিক্স করি, আমরা জানি। আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না। যদি রাজনীতিবিদ ভালো না হয়, আপনি যত সংস্কার করেন, যা ইচ্ছা তাই করেন, সব ধ্বংস করে দিবে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-আইনশৃঙ্খলা প্রসঙ্গ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এই সেমিনারের আয়োজন করে।

বিজ্ঞাপন

পার্থ বলেন, ‘আমাদের সংবিধান বিশ্বের যে কাউকে দেন, দারুণ সংবিধান! কিন্তু আমি মনে করি, ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন। আজ আপনারা এই কথা বলছেন, আই ডু রেসপেক্ট। যদি শেখ হাসিনা সরকার টিকে যেত? এই সেমিনার কি হত? আমরা যখন মাইর খেতাম, ছাত্রদের যখন এই আন্দোলনের আগে ধরে নিয়ে যেত? ছাত্রদল বা জামায়াত করলেই মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। ও জামায়াত করে, ও ছাত্রদল করে, ও তো মারা যাবে? ওকে তো ধরা হবেই। তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই।’

তিনি আরও বলেন, ‘হেফাজতের বাচ্চাদের যখন কান ধরে ওঠাবসা করাতো- সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই। গায়ে লেগেছে যখন নর্থ-সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে। কেন? সেখানে আমার ভাই-বোনরা পড়ে। সুশীলদের তখন গায়ে লেগেছে।’ জাতি হিসেবে আমরা সেলফিস বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমাদের আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না। এটা আমি জনগণকে বলব। এই জনগণ তো ৫০ বছর রাজনীতিবিদদের দেখেছে।’ তিনি বলেন, ‘আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সবদিক থেকে হবে। আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ। আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ? কে রাজনীতি করবে?’

বিজ্ঞাপন

ছাত্র-জনতার হত্যাকাণ্ডে পুলিশের ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ ক্ষমা চাইবে? এদেরকে মেরেছে, ওদেরকে মেরেছে; কি লাভ? ক্ষমা চেয়ে কি লাভ হবে? কালকে আবার ক্ষমা চাইবে? গত ১৫ বছরে র‌্যাব কত হত্যা করেছে? কত সাধারণ মানুষকে হত্যা করেছে- আমরা এই ব্যাপারে কথা বলি না। আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি। সবার এই ক্যাম্পেইনটা করা উচিত; যাতে ভালো মানুষ রাজনীতিতে আসে।’

সিজিএস চেয়ারম্যান মুনিরা খানের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও আইন কমিশনের সাবেক সদস্য এম এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, সাবেক জজ ইফতেদার আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং হা-মীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মাহবুবুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সুপ্রিম কের্টের আইনজীবী রাসনা ইমাম প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

আন্দালিব রহমান পার্থ চেয়ারম্যান টপ নিউজ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর