Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪ ১২:৩৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৪:১৫

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। শনিবার (২১ ডিসেম্বর) তেল আবিবের কাছে হুতিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এর পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরাইল ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর টেলিগ্রাম চ্যানেল এই হামলা সম্পর্কে জানায়, মধ্য ইসরাইলে সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে ছোঁড়া একটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়। তবে এর বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রটি বেনি ব্রাক শহরে পড়েছে।

এদিকে, হুতি বিদ্রোহীদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এসব হামলা করছে এবং তারা গাজার ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাবে।

এর আগে, গত ৯ ডিসেম্বর হুথিদের একটি ড্রোন হামলায় ইসরাইলের ইয়াভন শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়াও গত জুলাই মাসে তেল আবিবে একটি হুতি ড্রোন হামলায় এক ইসরাইলি নিহত হন। পরবর্তীতে এর প্রতিশোধ নিতে ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালায় ইসরাইল।

হুতিরা নিয়মিতভাবে লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরে শিপিং লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়ে যাচ্ছে। এর জেরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাহিনী হুতি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইয়েমেন ইসরাইল হামলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর