Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার বিএনপির সঙ্গে ৪ লিয়াঁজো কমিটির বৈঠক

স্পেশাল করসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ২৩:২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

ঢাকা: শনিবার (২১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সমমনা রাজনৈতিক দল ও জোটের চার লিয়াঁজো কমিটির শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় ১২ দলীয় জোট, সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয়তাবাদী সমমনা জোট, ৬টা ৪৫ মিনিটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং সন্ধ্যা সাড়ে ৭টায় লেবার পার্টির লিয়াঁজো কমিটির বৈঠক হবে।

বৈঠকে বিএনপির লিয়াঁজো কমিটির প্রধান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন। এরই মধ্যে সমমনা জোট ও শরিক দলের নেতাদের কাছে বৈঠকের আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছে।

বৈঠকে আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করে ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহদাত হোসেন সেলিম সারাবাংলাকে বলেন, ‘যুগপৎ আন্দোলনে থাকা শরিক ও সমমনা দলের লিয়াঁজো কমিটির সঙ্গে ৫ আগস্টের পর যে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছিল, সেটা বিএনপির মহাসচিবের অসুস্থতা ও বিদেশ সফরের কারণে মাঝপথে থেমে যায়। স্থগিত হওয়া সেই বৈঠকই আবার শুরু হচ্ছে। এই বৈঠকে হয়তো নির্বাচনে রোডম্যাপ নিয়ে আলোচনা হবে। আমরা বৈঠকের আমন্ত্রণ পেয়েছি, উপস্থিত থাকব ইনশাল্লাহ।’

সারাবাংলা/এজেড/এইচআই

বিএনপি লিয়াঁজো কমিটির বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর