Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ আগস্টের পর জমি দখল, উদ্ধারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা


২০ ডিসেম্বর ২০২৪ ১৩:২৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৪:৪২

সংবাদ সম্মেলনে অভিযোগকারী আমিনুল ইসলাম। ছবি- সারাবাংলা

ঢাকা: ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাভারের আমিনবাজার এলাকার এক ব্যক্তি তার জমি দখল হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন। তার দাবি, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ১৫ বছর ধরে একটি চক্র জমি দখল করে আসছিল। ওই চক্রটি এবার বিএনপির পরিচয় ব্যবহার করে জমি দখল করছে। চক্রটিই তার জমি দখল করেছে।

সংবাদ সম্মেলন করে ওই ব্যক্তি বলেছেন, তিনি বিএনপির রাজনীতির অনুসারী হলেও আওয়ামী লীগের পরিচয় দিয়ে তাকে মামলায় জড়ানো হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চক্রটির প্রকৃত পরিচয় জানার পাশাপাশি জমি উদ্ধারে তিনি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরেইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আমিনবাজারের বাসিন্দা আমিনুল ইসলাম এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, সাভারের আমিনবাজারে আমার, আমার স্ত্রীর ও বড় ভাইয়ের সাড়ে ১২ শতাংশ জমি আছে। এগুলোর কিছু পৈত্রিক সূত্রে পাওয়া, কিছু কেনা। ভুয়া দলিল তৈরি করে বাহাউদ্দিন বাহার ওই জমি কিনে নিয়ে নেওয়ার নাম করে জোর করে দখলের চেষ্টা করেন। বাধা দিলে তিনি আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।

আমিনুল ইসলাম জানান, বাহাউদ্দিনের জামাতা দেলোয়ার হোসেন ডালিম আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ আমিন বাজার ইউনিয়ন শাখার সহসভাপতি ছিলেন। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে জামাই-শ্বশুর মিলে জমি দখল করতেন। এখন তারাই বিএনপি সেজে জবরদখল করছে।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বলেন, ডালিম আমাকে আওয়ামী সরকারের সময় জামায়াত-বিএনপির দোসর বানিয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাভার, আশুলিয়া ও কেরাণীগঞ্জ মডেল থানায় আমার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আসামি করা হয়।

বিজ্ঞাপন

আমিনুল ইসলাম আরও বলেন, ১৫ বছর ধরে তারাই আওয়ামী লীগ ছিল। দলের নাম ভাঙিয়ে জমিজমা দখল করেছে। এখন তারাই আবার আমাকে আওয়ামী লীগ বানিয়ে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আসামি করেছে। আমি ও আমার পরিবার কখনোই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলাম না। আমি ও আমার পরিবারের সবাই প্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যুক্ত। জমি দখলের এই চক্রকে শনাক্ত করে আমার জমি উদ্ধারের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।

সারাবাংলা/এ এইচ এইচ/এনজে/টিআর

অবৈধ আওয়ামী লীগ চক্র জমি দখল বিএনপি

বিজ্ঞাপন

বিপিএলের টিকিট মিলবে যেভাবে
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর