Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসহায় মানুষের কণ্ঠস্বর হবে ‘আমার দেশ’: সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আমার দেশ পত্রিকার আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

ঢাকা: দৈনিক আমার দেশ অসহায় মানুষের কণ্ঠস্বর হবে বলে মন্তব্য করেছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আমার দেশ পত্রিকার নব যাত্রা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী ২২ ডিসেম্বর সকালে আমার দেশ পত্রিকা পাঠকের দোরগোড়ায় পৌঁছে যাবে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে আমার দেশ পত্রিকা ও অনলাইন সব পাঠক-দর্শকের কাছে পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

পাঠকের ভালোবাসায় রাঙাতে চান জীবনের শেষ ইনিংস উল্লেখ করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এটা আমার জীবনের শেষ ইনিংস। জীবনের শেষ ইনিংসটি আমি মিডিয়াতেই কাটাতে চাই। আমি আর কোথাও যাবো না।

পত্রিকার স্লোগান ‘সর্বদা স্বাধীনতার কথা বলে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমার দেশ পত্রিকা অসহায় মানুষের কণ্ঠস্বর হবে, বাংলাদেশের অধিকাংশ মানুষ অসহায়, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, অসহায় মানুষেরা ক্ষমতাবানদের ভুক্তভোগী, আমার দেশ অসহায় মানুষের পাশে থাকবে। অসহায় মানুষের জন্য আমার দেশ পত্রিকার দরজা সব সময় খোলা থাকবে ইনশাআল্লাহ।’

আমার দেশ পত্রিকার নব যাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার সম্পাদক হাসান হাফিজ, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ফিচার এডিটর কবি আবদুল হাই শিকদার, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, চিফ রিপোর্টার ইলিয়াস খান, ডেপুটি চিফ রিপোর্টার বাসির জামাল প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনজে

দৈনিক আমার দেশ সম্পাদক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর