Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়ে বছর শেষ করে উচ্ছ্বসিত লিটন

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪ ১০:৩৬

৩-০ তে সিরিজ জিতল বাংলাদেশ

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হার দিয়েই শুরু হয়েছিল বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। সেই হতাশার পর দারুণভাবেই ঘুরে দাঁড়াল লিটন দাসের দল। সেন্ট ভিনসেন্টে টি-২০ সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে ‘বাংলাওয়াশ’ সফল করল বাংলাদেশ। সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক লিটন বলছেন, সিরিজ জয় দিয়ে বছর শেষ করতে পেরে দারুণ খুশি তারা।

বিজ্ঞাপন

টি-২০ সিরিজের আগে খানিকটা অবাক করেই অধিনায়ক ঘোষণা করা হয়েছিল লিটনকে। সিরিজজুড়ে ব্যাট হাতে ব্যর্থ হলেও তার দুর্দান্ত নেতৃত্বে তিন ম্যাচেই জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল দল। আজ শেষ ম্যাচে জাকের আলির বিধ্বংসী ব্যাটিং ও রিশাদের ঘূর্ণি জাদুতে বড় জয় নিয়েই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছেন তারা।

সম্মিলিত প্রচেষ্টাতেই এসেছে এমন জয়, ম্যাচের পর বলছেন লিটন, ‘আমরা টেস্ট ওয়ানডেতে ভালো খেলেছিলাম, কিন্তু আত্মবিশ্বাস থাকার পরেও আমরা জিততে পারিনি। আমরা জানতাম ভালো স্কোর দাড় করাতে পারলে আমাদের বোলাররা সেটা ডিফেন্ড করতে পারবে। এই মুহূর্তে আমাদের ব্যাটিং অর্ডার আগের চেয়ে অনেক ভালো। আমরা ১৯০ রানের বড় স্কোর করতে পেরেছি এটা বড় অর্জন। আমরা দল হিসেবে ভালো খেলেছি। পরবর্তীতে যখনই মাঠে নামব ভালো খেলতে হবে এভাবেই।’

উইন্ডিজের বিপক্ষে দারুণ এক সিরিজ জয়ের পর কোচিং স্টাফকে বিশেষ ধন্যবাদ জানাতে ভোলেননি লিটন, ‘আমাদের কোচ কখনোই বাড়তি চাপ দেন না দলের উপরে। আমরা স্বাধীনভাবেই খেলতে পারি। শুধু তিনি নন, কোচিং স্টাফের কেউই এটা করেন না। ম্যানেজমেন্টও আমাদের পাশে থাকে। আমরা প্রতিনিয়তই উন্নতি করছি। পিচ ব্যাটিং সহায়ক হলেও আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে।’

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ লিটন দাস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর