Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ঢাবি করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ২২:৪৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১০:২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাকা: আওয়ামী লীগের আগামী নির্বাচনের অংশগ্রহণ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখান করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমার সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার এ বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়াও গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহিদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে কুখ্যাত আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জনআকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচনসহ যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের রক্তের অবমূল্যায়ন হবে।’

এ পরিপ্রেক্ষিতে বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।

সারাবাংলা/এআইএন/পিটিএম

টপ নিউজ নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর