Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মৃত্যুশয্যার রোগীকে বাঁচাতে ৩ জন ডাকাত সেজে যায় ব্যাংকে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ২১:২৬ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১২:০১

দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি করতে প্রবেশ করেছিল তিন জন

ঢাকা: মৃত্যুশয্যায় একজন কিডনি রোগীকে বাঁচাতেই তিন জন দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি করতে ঢোকেন বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার। তাদের একজনের বয়স ২২ বছর, আর বাকি দু’জনের ১৬ বছর। এদের মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানিতে এবং দু’জনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‌‘ডাকাতরা মুভি দেখে এমন একটি অ্যাডভেঞ্চার হিসেবে ডাকাতি করতে আসেন বলে আমাদের কাছে মনে হয়েছে। যদিও তারা আমাদের কাছে বলেছেন, মৃত্যুপথযাত্রী একজন কিডনি রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতি করতে আসেন তারা।’

‘তবে তারা যে রোগীর ঠিকানা দিয়েছেন সেটি যাচাই-বাছাই চলছে। আদৌ সত্য কি না তা পুলিশ খতিয়ে দেখছে।’

ঢাকা জেলার পুলিশ সুপার আরও বলেন, ‘তাদের অপরাধী বলা যায় না। তারা হয়তো মিস গাউডেড। তারা অ্যাডভেঞ্চার হিসেবে হয়তো এই ডাকাতি করতে আসেন। মুভি দেখে এমন একটি অ্যাডভেঞ্চার হিসেবে ডাকাতি করতে এসেছিলেন বলে আমাদের কাছে মনে হয়েছে।’

অভিযানের বিষয়ে এসপি আহম্মদ মুঈদ বলেন, ‘ঘটনার শুরু থেকেই আইজিপি স্যার লাইভে এসে আমাদের নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন, কোনো হতাহতের ঘটনা ছাড়া যেন অভিযান শেষ হয়। এ জন্য ডাকাতদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি। তাদের আইজিপি স্যারের সঙ্গেও কথা বলিয়ে দেওয়া হয়েছিল।’

আটক তিন ডাকাত ছাড়া বাইরে তাদের কোনো সদস্য ছিল কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের তিন জন ছাড়া বাইরে কেউ ছিল না। তবে তারা প্রাথমিকভাবে আমাদের বলেছিলেন, বাইরে তাদের লোক আছে। তারা পুলিশকে ভয় দেখানোর জন্য এমনটা বলেছিলেন।’

বিজ্ঞাপন

এর আগে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

আরও পড়ুন: 

সারাবাংলা/ইউজে/পিটিএম

ডাকাত রূপালী ব্যাংক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর