Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিয়েতনামে ক্যাফেতে আগুন লাগায় ক্রেতা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৪

উদ্ধার কাজে কর্মীরা। ছবি: সংগৃহীত

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের সঙ্গে ঝামেলার পর ক্যাফেতে আগুন লাগায় এক ক্রেতা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশটির পাবলিক সিকিউটি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার রাতে এই আগুন লাগানো হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ডয়েচে ভেলে এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে।

ভিয়েতনামের জনসুরক্ষা মন্ত্রণালয়ের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, পুলিশ রাত এগারোটা নাগাদ আগুন লাগার খবর পায়। তখন অনেকে ক্যাফেতে আটকে পড়েছিলেন।

পুলিশের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের সন্দেহ, ক্যাফেতে ইচ্ছে করে আগুন লাগানো হয়েছিল। আটককৃত ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। সে তিনতলা ক্যাফের একতলায় আগুন ধরিয়ে দেয়। তার আগে ক্যাফের কর্মীদের সঙ্গে তার প্রবল তর্কাতর্কি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন খুব দ্রুত ছড়ায়। তার ফলে আটক মানুষদের উদ্ধার করার কাজ বাধা পায়। ক্যাফে থেকে বেরোনোর সবকটি জায়গায় আগন জ্বলতে থাকে।

সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে দুই জন হাসপাতালে ভর্তি। আগুনে ১১ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এইচআই

অগ্নিকাণ্ড ভিয়েতনাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর