Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও নির্বাচন পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

সারাবাংলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ২৩:১৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৩

ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান ‍উপদেষ্টা। ফাইল ছবি

ঢাকা: ডি-৮ সম্মেলন উপলক্ষ্যে মিশর সফর করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক এবং সাক্ষাৎ হচ্ছে। এরকম এক সাক্ষাৎকারে তিনি ফের বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তার সরকার ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোর সেন্ট রেজিস হোটেলে তার সঙ্গে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদির সাক্ষাৎ করতে এলে তিনি এ পরিকল্পনার কথা জানান।

বিজ্ঞাপন

এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করা হয়েছে। আমরা আশা করি মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে।’

তিনি জানান, রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘ কয়েক শতাব্দীর বাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর সাম্প্রতিক মাসগুলোতে নতুন করে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

সহিংসা-জর্জরিত অঞ্চলকে সহায়তার প্রয়াসে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও ড. ইউনূস তার সমর্থন ব্যক্ত করেন। [সূত্র: বাসস]

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ড. ইউনূস নির্বাচন পরিকল্পনা প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর