Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিকে সম্পূর্ণ ভিক্ষুকমুক্ত করাসহ ১০ দাবি ছাত্রদলের

ইবি করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৬

১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। ছবি: সারাবাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) সম্পূর্ণ ভিক্ষুকমুক্ত করা, নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা গ্রহণসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে স্মারকলিপি দেয় সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও আহসান হাবীব, সদস্য নুর উদ্দিন ও রাফিজ আহমেদসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তাদের অন্য দাবিগুলো হলো- বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে তিন গুণ বৃদ্ধি করা ফি কমাতে পদক্ষেপ নেওয়া, হাসিনার পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন, খালেদা জিয়া হল থেকে মুজিব কর্ণারের নাম পরিবর্তন, ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও মশার উপদ্রব কমানো, স্বৈরাচারী দোসরদের দ্রুত বিচারের আওতায় আনা, ছুটিকালীন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, চিকিৎসাকেন্দ্র আধুনিকীকরণ এবং জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা।

আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, ক্যাম্পাসে ভিক্ষুক অনেক হারে বেড়েছে। ক্লাসরুমেও অনেকে চলে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা বিব্রত হয়। যেখানেই বসে থাকি সেখানেই ভিক্ষুকের উপদ্রপ। খেতে বসলেও সেখানে চলে যায়। প্রয়োজন তারা গেটের বাইরে থাকুক।

তিনি বলেন, আমরা শিক্ষার্থী সংশ্লিষ্ট ১০ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করি।

সারাবাংলা/এমপি

ইসলামী বিশ্ববিদ্যালয় ভিক্ষুকমুক্ত করা স্মারকলিপি

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর