Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়লার ভাগাড়ে ফেলা খাবার বিক্রির বিরোধের জেরে যুবককে হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:১৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিটি করপোরেশনের ডিপো থেকে ময়লা সংগ্রহ ও বিক্রি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নগরীর বন্দর থানার আনন্দবাজার সিটি করপোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

নিহত জসিম উদ্দিন (২৫) আনন্দবাজার টিসি কলোনির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। তাদের বাড়ি ভোলা জেলায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান সারাবাংলাকে বলেন, ‘জসিমের বাবা সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের অস্থায়ী কর্মী। তিনিও এলাকায় ময়লা-আবর্জনা সংগ্রহে যুক্ত।

প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, আনন্দবাজার ময়লার ডিপো থেকে ভাত-রুটিসহ ফেলে দেওয়া খাবার কুড়িয়ে ভাসমান লোকজন, ভিখারিদের কাছে বিক্রি করে জসিম। এই ব্যবসা নিয়ে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে।’

মঙ্গলবার রাত ৯টার দিকে জসিমের সঙ্গে তার প্রতিপক্ষের লোকজনের ঝগড়া শুরু হয়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তার গলার একপাশে আঘাত করার ফলে শ্বাসনালি কেটে যায়। চিকিৎসাধীন অবস্থার আজ (বুধবার) সকালে তার মৃত্যু হয়।’

নিহত জসিম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘৫ আগস্টের পর তো সবাই বিএনপি। সে হিসেবে জসিমও বিএনপি করতো বলে তার পরিবারের লোকজন দাবি করেছেন।’

সারাবাংলা/আরডি/এমপি

ছুরিকাঘাতে হত্যা হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর