Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় পণ্যেও উচ্চ শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ১৩:২৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৭

এবার ভারতীয় পণ্যেও উচ্চ শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

চীন,কানাডা ও মেক্সিকোর পর এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ ডিসেম্বর) ভারতীয় পণ্যের ওপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘শুল্ক আরোপের বিষয়টি হবে পারস্পরিক। যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরা তাদের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করব। তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে। আমরা তাদের ওপর শুল্ক আরোপ করি। প্রায় সব ক্ষেত্রেই, তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে আসছে কিন্তু আমরা তাদের ওপর শুল্ক আরোপ করি না।’

ট্রাম্প বলেন, ‘পারস্পরিক শব্দটি গুরুত্বপূর্ণ। যদি আমাদের ওপর ভারত শতভাগ শুল্ক আরোপ করে তবে আমরা কি তাদের ওপর শূন্য শুল্ক আরোপ করব?তারা আমাদের ওপর অনেক বেশি শুল্ক আরোপ করে। ব্রাজিলও অনেক বেশি শুল্ক আরোপ করে। তারা যদি আমাদের ওপর শুল্ক আরোপ করতে চায়, সেটা ঠিক আছে, তাহলে আমরাও তাদের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করব।’

প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই একের পর একের দেশের ওপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দিলেন ট্রাম্প।

সারাবাংলা/এসডব্লিউ

ডোনাল্ড ট্রাম্প ভারত শুল্ক আরোপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর