Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ অব্যাহত, নিহত আরও ৩১

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:০৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:০৩

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ অব্যহত, নিহত আরও ৩১

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বর্বর হামলায় আরও ৩১ জন ফিলিস্তিনি নিহত ও আরও ৭৯ জন আহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় মোট নিহতের সংখ্যা ৪৫ হাজার ৫০ ছাড়ালো। এতে মোট আহতের সংখ্যা লক্ষাধিক।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। তাছাড়া, ইসরাইলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশ।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরাইল গাঁজা হামলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর