Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামীম বীরত্বে ১২৯ রানে রানে থামল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:০৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:২১

মিরাজ ও সৌম্য

সিরিজের প্রথম টি-২০তে দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিলেন তারা। সেন্ট ভিনসেন্টে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচের শুরুটা ভালো হয়নি লিটন দাসের দলের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলিং দাপটের পর শামীম পাটোয়ারির ৩২ রানের ক্যামিওতে ৭ উইকেটে ১২৯ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা একেবারেই ভালো হয়নি। গত ইনিংসের মতো এবারও ব্যর্থ লিটন, ফিরেছেন মাত্র ৩ রানে। তানজিদ তামিমও ২ রান করে প্যাভিলিয়নে ফিরলে ১১ রানেই দুই উইকেট হারায় দল। এরপর সৌম্য সরকার ও মেহেদি মিরাজ কিছুটা আশার আলো দেখাচ্ছিলেন।

বিজ্ঞাপন

২৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে দলকে ভালো পুঁজির ভিত গড়ে দেওয়ার আভাস দিয়েছিলেন সৌম্য-মিরাজ। তবে সেটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১ রান করা সৌম্য রান আউট হয়ে ফিরলে ভাঙে জুটি। এরপর দ্রুত গতিতে আরও ২ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল বাংলাদেশ। মিরাজও নিজের ইনিংসটা বড় করতে পারেননি, তিনি ফেরেন ২৬ রানে।

৫২ রানে ৫ উইকেট হারানো দলকে আবার পথ দেখান জাকের আলি। ২০ বলে ২১ রানের ইনিংসে ১০০ রানের দিকে এগিয়ে গেছে বাংলাদেশ। জাকের ফিরলে ৮৮ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের ১০০ রান পার করাই কঠিন বলে মনে হচ্ছিল।

শেষের দিকে বাংলাদেশের ত্রাতা হয়ে আবির্ভূত হন শামীম। ২ চার ও ২ ছক্কায় সাজানো ১৭ বলে ৩৫ রানের দারুণ এক ক্যামিওতে বাংলাদেশের স্কোর ১০০ পেরোয়। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শামীম। ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।

২৫ রানে ২ উইকেট নিয়ে উইন্ডিজের সেরা বোলার মোটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর