Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ দফা দাবি নিয়ে রাঙ্গামাটি সুজনের স্মারকলিপি পেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:২৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:১০

জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহের কাছে দাবি পেশ করেন সুজন নেতারা। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটির সমস্যা, সংকট নিরসন ও সম্ভাবনা নিয়ে ২৪ দফা দাবিতে জেলাপ্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি পেশ করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন রাঙ্গামাটি জেলা কমিটি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহের কাছে দাবি পেশ করেন সুজন নেতারা। এসময় রাঙ্গামাটির নতুন জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ সুজন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। সেইসঙ্গে দাবিগুলো দেখবেন বলেও আশস্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

সুজন রাঙ্গামাটি জেলা কমিটির দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ষাটের দশকে কাপ্তাই হ্রদ সৃষ্টির ফলে পুরনো শহর ডুবে যায় ও নতুন করে সৃষ্টি হয় রাঙ্গামাটি শহর। শহরের ভূ-প্রকৃতি, পরিবেশ-প্রতিবেশ, বৈচিত্র্য দেশ ও দেশের মানুষদের আকৃষ্ট করে। কিন্তু তার মধ্যেও কিছু সমস্যা সমন্বয়হীনতার অভাবে সেখানকার মানুষ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

পূর্ণাঙ্গ একটি জেলা গড়ে তোলার জন্য কিছু পদক্ষেপেরও প্রয়োজন রয়েছে। জনসাধারণের দাবি বাস্তবায়নে জেলা প্রশাসন যথাযথ দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্যোগী ভূমিকা করবে বলে স্মারকলিপিতে প্রত্যাশার কথা জানিয়েছেন সুজন নেতারা।

স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন সুজন রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতিয়ার, সুজন সদর উপজেলার সভাপতি পলাশ কুসুম চাকমা, সম্পাদক শংকর হোড়, পৌর কমিটির সভাপতি ইন্দ্রদত্ত তালুকদার, সম্পাদক মো. এরফানুল হক রুমেল, সুজন বন্ধু জেলা কমিটির সভাপতি মিশু দে এবং সম্পাদক রিকোর্স চাকমাসহ আরও অনেকেই।

দাবিগুলো হল-
১. সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা;

বিজ্ঞাপন

২. কাপ্তাই হ্রদে দখল-দূষণরোধে কার্যকরী পদক্ষেপ, হ্রদ তীরবর্তী অবৈধ স্থাপনা অপসারণ এবং মনিটরিং সেল গঠন;

৩. পাহাড় কাটা ও ভূমিধস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও পরিবেশবান্ধব পরিকল্পিত টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ;

৪. বাসস্ট্যান্ড ও পৌর ট্রাকস্ট্যান্ড সরিয়ে শহরের প্রবেশমুখ ভেদভেদীতে কিংবা মানিকছড়িতে স্থানান্তর এবং ভেদভেদীতে স্টেশন স্থাপন; বাসস্ট্যান্ড সরিয়ে সেখানে পার্ক ও খেলার মাঠ স্থাপন;

৫. পৌর ট্রাক টার্মিনালের ল্যান্ডিংঘাট প্রধান সড়কের পাশ থেকে সরিয়ে নেওয়া;

৬. এছাড়া জেলাপ্রশাসক (ডিসি) বাংলো পার্কে সদ্য চালুকৃত টিকেটিং সিস্টেম বাতিল করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা;

৭. শহিদ মিনার এলাকায় বাধ্যতামূলক একটি শৌচাগার স্থাপনসহ পর্যটকদের জন্য শহরে পর্যাপ্ত শৌচাগার ও স্নানাগার স্থাপন;

৮. ফিসারি বাঁধের অন্য পাশে ধারক দেয়াল স্থাপনসহ সৌন্দর্যবর্ধন এবং ওয়াকওয়ে নির্মাণ করা;

৯. শহরের তিন এলাকায় (বনরূপা, রিজার্ভবাজার, কলেজ গেইট) পাঠাগার স্থাপন;

১০. শহর পরিষ্কার-পরিচ্ছন্ন ও ফুটপাত চলাচলের উপযোগী রাখা;

১১. অবাধে গবাদিপশু বিচরণ বন্ধ এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ;

১২. রেজিষ্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধ, অতিরিক্ত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ;

১৩. শহরের অভ্যন্তরীণ একমাত্র যানবাহন অটোরিকশার ভাড়া সমন্বয়;

১৪. ফিসারি ঘাট থেকে ট্রাক টার্মিনাল এলাকার মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও মুক্তমঞ্চ নির্মাণ। সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য এলাকাভিত্তিক উন্মুক্ত মঞ্চ স্থাপন।

১৫. নিরাপত্তার স্বার্থে শহরে সিসি ক্যামেরার আওতায় আনা;

১৬. রাঙ্গামাটি-বান্দরবান-কক্সবাজার রুটে বাস সার্ভিস চালু করা। একই সঙ্গে রাঙামাটি থেকে সরাসরি সাজেকে পরিবহন সার্ভিস চালু;

১৭. রাঙ্গামাটি-চট্টগ্রাম বিলাসবহুল (এসি/ননএসি) বাস সার্ভিস এবং ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ করা;

১৮. চট্টগ্রাম-রাঙ্গামাটি প্রধান সড়কের জেলার সীমান্ত থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ফোর লেইন প্রস্তাবিত সড়ক বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ;

১৯. শহরের সুবিধাবঞ্চিত এলাকায় অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নের লক্ষ্যে শহর সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ;

২০. প্রিপেইড মিটার নিয়ে গ্রাহক ভোগান্তির অবসান করা;

২১. বীর মুক্তিযোদ্ধা শহীদ শুক্কুর স্টেডিয়াম, সবুজ সংঘ খেলার মাঠ, রাঙ্গাপানি খেলার সংস্কার ও উন্নয়নে সহযোগিতা করা;

২২. শহিদ মিনার থেকে বালুখালী ইউনিয়ন এবং ফুরমোন পাহাড় থেকে সাপছড়ি প্রধান সড়ক পর্যন্ত ক্যাবল কারসহ বিনোদনমূলক ব্যবস্থা গ্রহণে উদ্যোগ;

২৩. পৌর এলাকার বাহিরে রাঙ্গামাটি পৌরসভার প্রস্তাবিত ডাম্পিং স্টেশন দ্রুত কার্যকর করা এবং জেলা শহরের ভেদভেদি এলাকায় অবস্থিত ময়লার ভাগাড় দ্রুত সরিয়ে নিতে উদ্যোগ গ্রহণ;

২৪. শহরের জনবহুল এলাকায় সভা-সমাবেশ ও সামাজিক কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনবোধে সুশীল সমাজ ও রাজনৈতিক দলসমূহের ক্ষেত্র বিশেষে আলোচনা করা। এ ছাড়া বনরূপা বাজারের ওপর নির্ভরতা কমিয়ে এলাকাভিত্তিক সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করে বাজার ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরিয়ে আনা।

সারাবাংলা/এমপি

পার্বত্য জেলা রাঙ্গামাটি সুশাসনের জন্য নাগরিক (সুজন)

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর