Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিডিআর হত্যাকাণ্ড কমিশনে ছাত্রপ্রতিনিধি রাখাসহ ৫ দফা দাবি

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:২৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:১১

ঢাবি : রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ঘোষিত কমিশনে দেশপ্রেমিক সেনাসদস্য, ভুক্তভোগীপরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাখাসহ ৫ দফা দাবি জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভুক্তভোগী পরিবারের পক্ষে দাবিগুলো তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।

বিজ্ঞাপন

কমিশন গঠন নিয়ে গড়িমসির প্রতিবাদে সকাল ১১টায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের জন্য জড়ো হন তিনি।

এদিকে আজ সকালে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশন গঠন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কমিশনে অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন বলে তিনি জানান।

দুপুরে সমাবেশে মাহিন বলেন, স্বরাষ্ট উপদেষ্টা সংবাদ সম্মেলনে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের জন্য ৫ দিনের সময় দিয়েছেন, আমরা তাকে ৫ দিন সময় দেওয়ার পক্ষে। তবে যদি ৫ দিনের মধ্যে কমিশন গঠন করা না হয়, তাহলে ৬ষ্ঠ দিন আমরা রাজপথে নামব। তারা যেন গদি নিয়ে সতর্ক থাকেন।
সমাবেশে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক লেফটেনেন্ট ইমরান কাদের বলেন, সেনাবাহিনী ও বিডিআরের মধ্যে যারা প্রতিবাদি কণ্ঠ ছিল, শেখ হাসিনা তাদের ইউনিফর্ম খুলতে বাধ্য করেছেন। এবারের ছাত্রদের মতো বিডিআরদের গণকবর ছিল। অনেক লাশ শনাক্ত করা যায়নি। এই লাশ তুলে পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। বিডিআর বিদ্রোহ পরিত্যাগ করতে হবে। কোনো বিদ্রোহ হয়নি। এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।

বিজ্ঞাপন

বিডিআর মেজর তানভীরের হায়দার নুরের স্ত্রী তাসনুভা মাহা বলেন, নিহত পরিবারকে শহীদ মর্যাদা দেওয়া হয়নি। আমার স্বামীর লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমি যথাযথ কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো লাভ হয়নি।

তিনি আরও বলেন, এরপর থেকে আমি নানা জায়গায় বঞ্চিত হয়েছি। আমি নানা জায়গায় চাকরি করতে গিয়েছি, আমাকে চাকরি দেওয়া হয়নি। আমাকে ছেলেকে আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘তোমার মা মুখ বন্ধ রাখলে তোমার চাকরিটা হতো’।

মেজর জেনারল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ বলেন, পিলখানার হত্যাকান্ডের বিচার কেউ থামাতে পারবে না। এটা শুধু ভুক্তভোগী পরিবার না, সবার আন্দোলন।

ঘোষিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে-

১. কমিশনের মধ্যে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে পূর্বাপর সম্পর্কে অবগত আছেন, এমন ব্যাক্তিদের অবশ্যই রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কমিশনের সদস্য হিসেবে বিবেচনায় রাখতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। যে কমিশন গঠিত হবে, সে কমিশন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে হবে। কারণ ইতোমধ্যে দেশপ্রেমিক অনেক অফিসার নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন।

২. বিস্ফোরক মামলায় যারা জেলে ধুকে মরছেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। আগামী শুনানীর দিন যেন বাংলাদেলশের মানুষের কাছে খুশির সংবাদটি পৌছে যায়।

৩. স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার বক্তব্যে দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে।

৪. সীমান্তরক্ষী বাহিনীর নাম ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ থেকে পূর্বতন ‘বাংলাদেশ রাইফেলস’-এ ফেরত নিতে হবে।

৫. যেসব দেশপ্রেমিক অফিসার ও জওয়ানদের লাশ শনাক্ত করা হয়নি, তাদের লাশ শনাক্ত করতে হবে। তাদেরকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।

সারাবাংলা/এআইএন/আরএস

বিডিআর হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর