Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন-কানাডাসহ ৫ রাষ্ট্রদূত ও ২ অতিরিক্ত সচিবের পদোন্নতি

স্পেশাল করসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৫২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩:০৩

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সারাবাংলা

ঢাকা: চীন-কানাডাসহ পাঁচ রাষ্ট্রদূত ও ২ অতিরিক্ত সচিবকে গ্রেড-১ এ পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে নিয়োজিত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সাত কর্মকর্তাকে গ্রেড-এ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পদোন্নতি প্রাপ্ত দুই অতিরিক্ত সচিবে হলেন— ঢাকায় কর্মরত অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ ও অতিরিক্ত সচিব এবং মিশন মহাপরিদর্শক ড. নজরুল ইসলাম।

পাঁচ রাষ্ট্রদূত হলেন— চীনের (বেইজিং) রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, জাপানের (টোকিও) রাষ্ট্রদূত মো. দাউদ আলী, কানাডার (অটোয়া) রাষ্ট্রদূত নাহিদা সোবহান, কাতারের (দোহা) রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং ফিলিপাইনের (ম্যানিলা) রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন।

৮ ডিসেম্বর ২০২৪ থেকে এই পদোন্নতি কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এছাড়া তাদের বেতন কাঠামো ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী মুল বেতন হবে ৭৮ হাজার টাকা।

সারাবাংলা/ইউজে/এইচআই

চীন-কানাডা পদোন্নতি পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর