লা লিগা
‘পথ হারানোর’ ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না বার্সা
১৬ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪
এবারের মৌসুমের শুরুটা দুর্দান্ত করছিলেন তারা। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা যেন রীতিমত উড়ছিল। তবে উড়তে থাকা বার্সা যেন পথ হারিয়ে ফেলেছে গত দেড় মাসে। সবশেষ লেগানেসের বিপক্ষে গত রাতে ১-০ গোলে হেরে শীর্ষস্থান নড়বড়ে হয়ে গেছে কাতালানদের। হারের পর বার্সা মিডফিল্ডার পেদ্রি বলছেন, দলের এই পথ হারানোর ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না তারা।
লা লিগার মৌসুমের শুরুটা টানা ১০ জয়ের মাধ্যমে করেছিল বার্সা। সব টুর্নামেন্ট মিলিয়ে ১৬ ম্যাচের ১৪টিতেই জিতেছিলেন তারা। তবে এরপর থেকেই খেই হারিয়ে ফেলে বার্সা। লা লিগায় একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। লেগানেসের বিপক্ষে ৮১ শতাংশ বল দখলে রেখে ২০টি শটস অন গোলের পরেও শেষ পর্যন্ত ম্যাচ হেরেছেন তারা।
দলের এমন হারে যারপরনাই হতাশ পেদ্রি, ‘আজকের ম্যাচের পর খুশিমনে বাড়ি ফেরা অসম্ভব। আমরা এমনভাবে ম্যাচ শুরু করেছিলাম যেন আমরা অর্ধেক ঘুমের মাঝে আছি! অনেক সুযোগ তৈরি করেও আমরা গোল করতে পারিনি। এভাবে প্রতিপক্ষকে ম্যাচের শুরুতেই গোল করতে দিতে পারি না। আমরা অনেক সুযোগ তৈরি করেছি। লা লিগায় কেনো আমরা এত ধুকছি, সেটার ব্যাখ্যা পাওয়া কঠিন।’
নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে ছিলেন না ফ্লিক। বার্সার সহকারী কোচ মার্কাস জর্গও দলের এমন পারফরম্যান্সে হতাশ, ‘এই পরাজয়ের ব্যাখ্যা পাওয়া কঠিন। আমাদের শুরুতে মনোযোগের অভাব ছিল। এরপর অনেক ভালো খেললেও আমরা গোল পাইনি। এত সুযোগ নষ্ট করলে জয় পাওয়া কঠিন। ব্যস্ত সূচি ফুটবলারদের জন্য কিছুটা কষ্টকর হয়ে উঠেছে। তবে এটার সাথে মানিয়ে নিয়েই এগোতে হবে। যদিও আমরা শীর্ষস্থান হারাতে পারি, তাও আমাদের পরের ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে।’
সারাবাংলা/এফএম