Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১০:১৬

জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। বাংলাদেশ টেলিভিশন ছাড়াও দেশের বেসরকারি টেলিভিশনগুলো প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এদিন সকাল ৭টা ১২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা।

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয়ের ৫৩ বছর পূর্তির দিন আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

 ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি। রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নানা আয়োজনে উদযাপিত হবে দিনটি।

সারাবাংলা/জিএস/ইআ

জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর