রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
১৫ ডিসেম্বর ২০২৪ ২৩:০০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩
ঢাকা: রাজধানীর মগবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হাবিবুল্লাহ (১৮) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
রোববার (১৫ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে মগবাজার ওয়ারলেস এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন ওই যুবক। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত হাবিবুল্লাহ ময়মনসিংহ সদর উপজেলার সানাদিয়া গ্রামের মো. নায়েব আলী ছেলে। তিনি দোকান কর্মচারী ছিলেন।
নিহতের বাবা নায়েব আলী জানান, গতকাল গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে তার ছেলে ঢাকায় আসে। ভোরে মগবাজার ওয়ারলেসে নেমে বাসায় যাওয়ার পথে রাস্তার মধ্যে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। পরে তার কাছে থেকে টাকা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে তার মাথায় এবং শরীরের ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের মাথায় ও শরীরে ছুরিকাঘাত রয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসআর