জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:২৫
ঢাকা: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. রায়হানা আওয়ালের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা।
রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন করেন তারা। প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক কর্মচারী এতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয়া কর্মচারীরা পরিচালক রায়হানা আওয়ালকে উদ্দেশ্য করে ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘অবৈধ পরিচালক মানি না মানবো না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে অংশ নেওয়াদের পক্ষে বক্তব্য রাখেন বার্ন ইনস্টিটিউটের কর্মচারি বাদল মাদবর।
তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা ৫ আগস্ট সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নির্দেশে ও ডা. রায়হানা আউয়ালের নেতৃত্বে বার্ন ইনস্টিটিউটের ভেতর থেকে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছে। ডা. রায়হানা ছিলেন আওয়ামী লীগের দোসর। আমরা তাকে আর এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দেখতে চাই না।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে হাসপাতালে আসা আন্দোলনকারীদের চিকিৎসা নিতে বাধা দিয়েছেন তিনি। জানতে পেরেছি যে, তাকে পুনরায় আবার পরিচালক বানানোর জন্য পাঁয়তারা চলছে। যিনি
ছাত্র-জনতার ওপর গুলি করার নির্দেশ এবং চিকিৎসায় বাধা দিয়েছেন- তেমন পরিচালককে আমরা চাই না, আমরা তার পদত্যাগ চাই।
সারাবাংলা/এসবি/ইআ