Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:১০

গ্রেফতার হওয়া যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে এক যুবলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকার সাউথল্যান্ড শপিং মলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই যুবলীগ নেতার নাম দেলোয়ার হোসেন খোকা। তিনি নগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ সারাবাংলাকে বলেন, ‘দেলোয়ার হোসেন খোকা একটি মামলার এজাহারনামীয় আসামি। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ওই মামলা করা হয়েছিল। শনিবার আগ্রাবাদ এলাকা থেকে তাকে স্থানীয় জনতার সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আইসি/এমপি

গ্রেফতার যুবলীগ নেতা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর