Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:১০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান৷

নরসিংদী: দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন  শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ৷

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। শিল্প সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরি, পুলিশ সুপার মো.আব্দুল হান্নানসহ প্রশাসনের  অন্যান্য  কর্মকর্তারা এ সময়  উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শিল্প উপদেষ্টা বলেন, দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা রয়েছে।  গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে যে দুর্নীতি হয়েছে, সেগুলো নিরসনের চেষ্টা চলছে।

তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে।

সারাবাংলা/এমপি/আরএস

গ্যাস সংকট শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর