ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ‘ফর্মুলা’ জানেন সৌম্য
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:১৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১
টেস্ট সিরিজে পিছিয়ে পড়েও শেষ ম্যাচে জিতে সিরিজ হার বাঁচিয়েছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে অবশ্য কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি মেহেদি মিরাজের দল। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ শেষ করেছে সফরকারিরা। পরশু টি-২০ সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশ ব্যাটার সৌম্য সরকার বলছেন, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ‘ফর্মুলা’ জানে বাংলাদেশ।
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতে ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে টানা ৩ ম্যাচেই হেরেছে মিরাজের দল। ওয়ানডের পর এবার টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটেও ফর্মটা ভালো যাচ্ছে না বাংলাদেশের।
টি-২০ সিরিজ শুরুর আগে সৌম্য বলছেন, তিন বিভাগে ভালো করলে যে কাউকে সহজে হারাতে পারে বাংলাদেশ, ‘কিছুদিন আগে গ্লোবাল টি-২০ খেলেছি এখানে। এটা আমাদের জন্য ভালো সুযোগ ছিল। কোন দল ছোট-বড় সেটার চেয়ে বড় কথা হচ্ছে পুরো ম্যাচেই ভালো খেলতে হবে। আমরা যদি বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগে ভালো করতে পারি, দল হিসেবে আমরা ভালো করতে পারব। আমি আশা করি ওয়েস্ট ইন্ডিজদে আরামসে হারাতে পারব। তারা টি-২০তে ভালো দল। এটার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমরা আমাদের সেরাটা খেললে ম্যাচ জিততে পারব।’
ওয়ানডেতে বাজে পারফরম্যান্স টি-২০ সিরিজ জিতে ঘুচাতে চান সৌম্য, ‘আমরা ওয়ানডেতে ভালো খেলছিলাম। কিন্তু শেষ ২-১ সিরিজ ভালো যায়নি। ব্যাটাররা অন্তত ৩০০ রান করেছে সেটা ভালো দিক। বোলাররা সবসময় ভালো করেছে, কিন্তু এই সিরিজে সগ্রাম করেছে। আশা করি টি-২০ সিরিজে তারা ঘুরে দাঁড়াবে। পাশাপাশি ব্যাটাররা ধারাবাহিকতা বজায় রাখলে ভালো কিছু হওয়ার আশা করছি।’
সেন্ট ভিনসেন্টে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে সিরিজের প্রথম টি-২০।
সারাবাংলা/এফএম