কেন্দ্রীয় শহিদ মিনারের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১৪ ডিসেম্বর ২০২৪ ১২:৪৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫০
ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারের পাশ থেকে অজ্ঞাত (১ দিন) বয়সের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহিদ মিনারের পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের পাশের ফুটপাত থেকে ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে জানা যায়, কয়েকটি কুকুর একটি পলিথিন ব্যাগ ধরে টানাটানি করছিল। পথচারীরা পলিথিনটি খুলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এসআই আরও জানান, মরদেহটি পলিথিনের ভিতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। কে বা কারা নবজাতকের মরদেহটি কাপড় দিয়ে মুড়িয়ে পলিথিনে করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ/আরএস