Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ৪৬৮ মেট্রিক টন আলু

লোকাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:১৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ২০:০১

ভারত থেকে বেনাপোল বন্দরে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি। ছবি: সারাবাংলা

বেনাপোল: ভারত থেকে বেনাপোল বন্দরে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এই আলুগুলো মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেন। ভারতের মালদার আতিপ এক্সপোর্ট নামক রপ্তানি কারক প্রতিষ্ঠান অলুর চালানটি রপ্তানি করেন। একটি ট্রেনের রেকে ৯৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪৬৮০০০ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০৭৬৪০ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

সি এন্ড এফ এজেন্ট আলম এন্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনের একটি রেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য শনিবার (১৪ ডিসেম্বর) বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র সাবমিট করা হবে।

নাজমুল আরেফিন জনি আরও বলেন, কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর সম্ভবত ট্রেনটি নওয়াপাড়ায় আনলোড করা হবে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে উল্লেখ্য ৬ মাস পরে বেনাপোল স্থল বন্দরে রেল কারগৈ আলু গুলা আসলো বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন কাস্টমস থেকে শুল্কযোন কার্যক্রম দ্রুত হলে বেনাপোল স্থলবন্দর ও নোয়াপাড়ায় আলু গুলো আনলোড করা হবে।

সারাবাংলা/এমপি

আলু আমদানি বেনাপোল বন্দর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর