Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবানন থেকে ফেরত এলো আরও ৮৫ বাংলাদেশি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:০২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:২৬

লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরিয়ে আনা হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ৪৮ বাংলাদেশিকে লেবানন থেকে ফেরত আনা হলো।

শুক্রবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এ ৮৫ জনকে দেশে ফিরিয়ে আনা হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৮৫ জনকে ইথিওপিয়ার একটি ফ্লাইটে সম্পূর্ণ সরকারি খরচে শুক্রবার দেশে ফেরানো হয়েছে।

দেশে ফেরা বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।

বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সারাবাংলা/ইউজে/এমপি

৮৫ বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয় লেবানন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর