Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে হানাদার মুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:০০

মানিকগঞ্জে হানাদার মুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ: আজ (১৩ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মানিকগঞ্জ জেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। দিবসটি যাথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ছাত্র প্রতিনিধি ওমর ফারুকসহ বীর মুক্তিযোদ্ধারা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন,’মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিতে হবে। মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনীতি না করে, মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে তাদের সবাইকে মর্যাদা দিতে হবে। কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের ইতিহাস স্মৃতিবিজড়িত। এটাকে সংস্কার করতে হবে।
দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খুব বেশী পড়ালেখা জানা মানুষেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা দিতে হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

আলোচনা সভা মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস