কনকনে শীত যশোরে, সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি
১৩ ডিসেম্বর ২০২৪ ০৮:৩২
যশোর: যশোরে জেঁকে বসেছে শীত। এক প্রকার হঠাৎ করেই বেড়েছে শীতের প্রকোপ। গতকাল (১২ ডিসেম্বর) থেকে শুক্রবারে (১৩ ডিসেম্বর) একদিনেই তাপমাত্রা কমেছে এক ডিগ্রি সেলসিয়াসের বেশি।
এর আগে বৃহস্পতিবারে (১২ ডিসেম্বর) এক দিনেই তাপমাত্রার কমেছিল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার এবং এর আগের ২দিন দিনের বেশিরভাগ সময়ই ছিল মেঘলা আকাশ। সূর্যের দেখা মেলেনি তখন। শীতের সাথে রয়েছে হাল্কা বাতাস। রাতে ঘণ কুয়াশা থাকলেও সকালে এর ঘনত্ব ততটা থাকে না, আজ সকালে দৃষ্টিসীমা ছিল ২শ মিটারের মধ্যে।
এদিকে বিকেল থেকে শীতের প্রকোপ শুরু হয় বলে দিন থাকতেই মানুষকে আরো বেশি ভারী শীতের পোশাক ব্যবহার করতে হয়। শীতের কারণে কর্মজীবী মানুষের সমস্যা হচ্ছে বেশি।
যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার (১১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আপাতত অব্যাহত থাকবে।
শীত আরও বাড়তে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। এ মাসে শৈত্য প্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার সকাল থেকে যশোরের আকাশে সূর্য থাকলেও বিকেল থেকে আবারো তাপমাত্রা কমতে শুরু করবে, রাতের তাপমাত্রা নেমে আসতে পারে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে।
সারাবাংলা/এনজে