বিএসএমএমইউ রেসিডেন্সিতে অন্যায়ভাবে ভর্তির দাবির ঘটনায় বৈচিফের প্রতিবাদ
১৩ ডিসেম্বর ২০২৪ ০১:১৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০২:১৭
ঢাকা: অনুত্তীর্ণ চিকিৎসকদের অন্যায়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্সে ভর্তি দাবিতে বিক্ষোভ করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরাম (বৈচিফ)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সংগঠনের সভাপতি ডা. সামিউর রফিদ রিফাত ও সাধারণ সম্পাদক ডা. মাহমুদুল হাসান নয়নের সই করা প্রতিবাদলিপিতে এ কথা বলেন তারা।
প্রতিবাদলিপিতে তারা বলেন, বৈষম্যের নামে এ ধরনের বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের ডিগ্রির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাড়াই অনিয়মতান্ত্রিক ও অনৈতিকভাবে ভর্তির সুযোগ নেই। এ চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। এ ধরনের ভিত্তিহীন অনৈতিক দাবিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার বিষয়ের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরাম (বৈচিফ)।
প্রতিবাদলিপিতে তারা বলেন, এমডি, এমএস, ডিপ্লোমা, এমফিল, এমপিএইচ ভর্তি পরীক্ষায় অনিয়মতান্ত্রিক অনৈতিক অনুপ্রেবেশ মানহীন প্রস্তুতি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় কৃতকার্য হওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিশ্বমানের হেপাটোলজিস্ট বিদগ্ধজন অধ্যাপক ডা. শাহিনুল আলম দেশের সম্পদ, জাতির সম্পদ। এমন একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব উপাচার্য হিসেবে অনবদ্য ও যথার্থ। তার সঙ্গে এমন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের এমন অনৈতিক প্রত্যাশা লজ্জাজনক। বৈচিফ এ ধরনের কোনো অনৈতিক প্রত্যাশা ও মনোভাব বা আচরণ সমর্থন করে না।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রেসিডেন্সি কোর্সে ভর্তির সুযোগের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন উত্তীর্ণ হতে না পারা চিকিৎসকরা।
আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বঞ্চিত’ হয়েছেন দাবি করে এবার বিশেষ বিবেচনায় ভর্তি হতে চান বলে জানান তারা।
সারাবাংলা/এসবি/টিআর