Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোকচিত্রে জুলাই-আগস্ট গণআন্দোলন স্মরণ শেকৃবিতে

শেকৃবি করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০১:১০

বৃহস্পতিবার শেকৃবিতে শুরু হয়েছে জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। ছবি: সারাবাংলা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ‘জুলাই স্মৃতিচারণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্র প্রদর্শনী ও আগামীর বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী ও সেমিনার উদ্বোধন করেন। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।

বিজ্ঞাপন

আলোকচিত্র প্রদর্শনীটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্যাসিবাদবিরোধী ‘৩৬ জুলাই আন্দোলনে’ অংশগ্রহণের বিভিন্ন বীরত্বপূর্ণ মুহূর্ত এবং দেশের সামগ্রিক আন্দোলনের ঐতিহাসিক মুহূর্তগুলো প্রদর্শন করা হয় ফ্রেমে ফ্রেমে।

প্রদর্শনীর ছবিতে উঠে এসেছে জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্ত। ছবি: সারাবাংলা

এ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে রক্তাক্ত জুলাই আন্দোলন ও শহিদদের আত্মত্যাগের গল্প, গণঅভ্যুত্থানের পরিণতি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্রদের সাহসী সংগ্রামের বিষয়গুলো তুলে ধরা হয়।

দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য তরিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ দর্শকদের উপস্থিতিতে মুখরিত ছিল অনুষ্ঠানের পরিবেশ। প্রথম দিনের আয়োজনে দর্শকরা আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ছবি দেখে আরও একবার ‘৩৬ জুলাই আন্দোলনে’র সময়ের আবেগ অনুভব করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথিরা জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার দিকে মনোযোগী হতে আহ্বান জানান। দেশের বর্তমান পরিস্থিতিতে সব ধরনের যড়যন্ত্র সম্পর্কে সচেতন থেকে দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন।

সারাবাংলা/টিআর

৩৬ জুলাই আন্দোলন আলোকচিত্র প্রদর্শনী জুলাই আন্দোলন শেকৃবি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর