Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশের যত রেকর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ০০:২৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০০

তৃতীয় উইকেট জুটিতে ১৩৬ রান তুলেছেন সৌম্য-মিরাজ

প্রথম দুই ওয়ানডে হারায়  য়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসে শুরু হওয়া তৃতীয় ম্যাচে পাঁচ উইকেট হারিয়ে ৩২১ রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ-মেহেদী হাসান মিরাজরা এই ম্যাচে গড়েছেন বেশ কিছু রেকর্ডও। 

৩২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড বাংলাদেশের। 

১৫০*

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। 

১৩৬

তৃতীয় উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। একই জুটিতে যেটা দেশের বাইরে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডও। 

৩৮৪

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়ানডেতে সর্বোচ্চ  ৩৮৪ রানের মালিক মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়ার্নার পার্কে সর্বোচ্চ ৫টি ওয়ানডে ফিফটির রেকর্ড এখন মাহমুদউল্লাহর দখলে।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর