Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ১২ নিরাপত্তারক্ষীসহ নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৪

রাফায় বিমান হামলার ঘটনায় সাত নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এছাড়া বাকি পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন খান ইউনিসে। ছবি: সংগৃহীত।

গাজায় ইসরায়েলি হামলায় ১২ নিরাপত্তারক্ষীসহ অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালালে এই নিহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে জানানো হয়েছে, রাফায় বিমান হামলার ঘটনায় সাত নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এছাড়া বাকি পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন খান ইউনিসে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ছিনতাই করার পরিকল্পনা করেছিল হামাস যোদ্ধারা। তাদেরকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছি।

একটি পৃথক ইসরায়েলি হামলায়, নুসিরাত শরণার্থী শিবিরের কাছে ১৫ জন নিহত হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজার নুসেইরাত শরণার্থী শিবির এবং গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শিশুসহ আরও ২১ জন নিহত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদ গাজায় অবিলম্বে একটি যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার অনুমোদন দিয়েছে, যেটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসরায়েল। সাধারণ পরিষদের রেজোল্যুশন আইনত বাধ্যতামূলক নয়, যদিও সেগুলো বিশ্ব মতামতকে প্রতিফলিত করে।

১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ১৫৮ ভোটে এই প্রস্তাব পাস হয়। ভোটের সময় ১৩ সদস্য অনুপস্থিত ছিল। আর ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়েছে।

গত এক বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের ফলে গাজায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন।

সারাবাংলা/এইচআই

অবরুদ্ধ গাজা ইসরায়েল-ফিলিস্তিন বিমান হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর