Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ন্যায্য মূল্যের দোকানে গরুর মাংস ৫৫০ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৫:৪২

মান্দা উপজেলা অফিস সংলগ্ন বাজারে ন্যায্য মূল্যের মাংসের দোকানের উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহ আলম মিয়া

নওগাঁ: ঊর্ধ্বগতির বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে নওগাঁয় চালু হয়েছে ন্যায্য মূল্যের মাংসের দোকান। যেখানে ১ কেজি গরুর মাংস পাওয়া যাবে ৫৫০ টাকায়।

বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলার মান্দা উপজেলা অফিস সংলগ্ন বাজারে ন্যায্য মূল্যের মাংসের দোকানের উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহ আলম মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: নুরুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহ আলম মিয়া জানান, বাজারে তুলনামূলক ভাবে গরু মাংসের দাম ৭০০ টাকা কেজি। ফলে সমাজের গরীব অসহায় মানুষের ইচ্ছে থাকলেও মাংস কেনার সামর্থ্য ছিল না। সেই বিষয়টি চিন্তা করে জেলা প্রশাসক আব্দুল আউয়াল স্যারের নির্দেশে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ ১ কেজি পযন্ত মাংস একজন ক্রয় করতে পারবে। এর ফলে সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী মাংস কিনে খেতে পারবে।

তিনি আরও বলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় প্রথম দিকে ১ টি গরু জবাই করা হয়েছে। পরবর্তীতেব চাহিদা অনুযায়ী গরুর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এবং সপ্তাহে ১ দিন গরুর মাংস বিক্রির তারিখ নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/এনজে

গরুর মাংস নওগাঁ ন্যায্য মূল্যের দোকান