Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের নীচে ঝাপ দিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১০:৪৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১০:৫২

প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় চলন্ত ট্রেনের নীচে ঝাপ দিয়ে রিপন নামের এক যুবকের মৃত‌্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে দৌলতপুর রেলষ্টেশ‌ন ফাঁড়ির এস আই মো. তা‌রিকুল ইসলাম মৃত‌্যুর বিষ‌য়টি নি‌শ্চিত করে‌ছেন। এরআগে বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১০ টার দিকে নগরীর নতুন রাস্তা মোড় রেল ক্রসিংয়ে এ ঘটনা‌ ঘটে।

নিহত রিপন প্লা‌টিনাম জুট‌মিল কলোনীর বা‌সিন্দা আলতাফ হোসেনের ছেলে।

জানাগেছে, রাতে খুলনা থেকে চিলাহা‌টিগা‌মি এক‌টি ট্রেন নগরীর নতুনরাস্তা মোড় পার হ‌চ্ছিল। এ সময় একজন যুবক চলন্ত ট্রেনের নীচে ঝাপ দিলে মাথা শরীর থেকে বি‌চ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা পু‌লিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

দৌলতপুর রেলষ্টেশ‌ন ফাঁড়ির এস আই মো. তা‌রিকুল ইসলাম বলেন, যুবক‌টি কয়েক‌দিন ধরে মান‌সিক অশা‌ন্তিতে ছিলেন। যে কারণে তি‌নি চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দেয়। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ প‌রিবারের নিকট হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এমপি

আত্মহত্যা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর