Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ট্রাকে আগুন ক্ষুব্ধ জনতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ০৯:২০

প্রতীকী ছবি।


যশোর: যশোরের অভয়নগরে রাতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইসমাইল বিশ্বাস (৪০) ও মহাসিন মল্লিক (৩৪) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল বিশ্বাস অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে ও মহাসিন মল্লিক একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে নওয়াপাড়া শহরে যাচ্ছিলেন ইসমাইল বিশ্বাস ও মহাসিন মল্লিক। পুড়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবাদুল করিম জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিতে আগুন দিলেও পুলিশ ফায়ার সার্ভিসের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। ঘাতক ট্রাক ড্রাইভারকে পুলিশ আটক করেছে, মামলা প্রক্রিয়াধীন। নিহতদের লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে

ট্রাক চাপা মৃত্যু যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর