Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনেই তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, কনকনে শীত যশোরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৯:০১

যশোর: যশোরে এক প্রকার হঠাৎ করেই বেড়েছে শীতের প্রকোপ। গতকাল (১১ ডিসেম্বর) থেকে এক দিনেই তাপমাত্রার কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস।

যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, গতকাল (১১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে সকালে বেশ কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দৃষ্টিসীমা বাড়তে থাকে। কুয়াশার কারণে ভোরে দৃষ্টিসীমা ১০০ মিটারের মধ্যে ছিল। এই অবস্থা আপাতত অব্যাহত থাকবে। শীত আরো বাড়তে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। এ মাসে শৈত্য প্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) ও এর আগের দিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনের বেশিরভাগ সময়ই ছিল মেঘলা আকাশ।সূর্যের দেখা মেলেনি তখন। আর গতকাল বিকেল থেকে বাড়ে শীতের প্রকোপ। সেইসাথে আছে হাল্কা বাতাস। ফলে দিন থাকতেই মানুষকে আরো বেশি শীতের পোশাক ব্যবহার করতে হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে যশোরের আকাশে সূর্য থাকলেও বিকেল থেকে আবারো তাপমাত্রা কমতে শুরু কররবে, রাতের তাপমাত্রা নেমে আসতে পারে ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে।

সারাবাংলা/এনজে

তাপমাত্রা যশোর শীত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর