Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া-তারেক রহমানকে আমন্ত্রণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ২০:৫৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২১:৫০

রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আমন্ত্রণপত্র নিয়ে যান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। তার কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ২১ নভেম্বর দীর্ঘ ১২ বছর পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন বেগম খালেদা জিয়া। সেদিন তাকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অভ্যর্থনা জানান।

তবে, কতদিন পর বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, সে ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারেনি বিএনপি মিডিয়া সেল।

সারাবাংলা/এজেড/এসআর

খালেদা জিয়া তারেক রহমান রাষ্ট্রপতির সংবর্ধনায় আমন্ত্রণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর