Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্বেগ-উৎকণ্ঠায় ভারতে ‘অন্তরীণ’ ৭৮ নাবিকের স্বজনরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৮:১৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:১০

বাংলাদেশি ২ ট্রলারের নাবিকদের নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরে মাছ আহরণের সময় ভারতীয় কোস্টগার্ডের নিয়ে যাওয়া বাংলাদেশি দুই ট্রলারের নাবিকদের স্বজনরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছেন। আটক অবস্থায় নাবিকরা কেমন আছেন, তাদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, কবে নাগাদ তারা ফিরতে পারবেন- এ নিয়ে স্বজনদের দুশ্চিন্তার শেষ নেই।

ট্রলারগুলোর মালিকপক্ষ জানিয়েছে, সরকারি পর্যায় থেকে আটক নাবিক এবং নৌযানগুলোকে উদ্ধারে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপের খবর তারা জানেন না।

বিজ্ঞাপন

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরে খুলনায় হিরন পয়েন্ট এলাকা থেকে ট্রলার দুটি ভারতীয় কোস্টগার্ড সদস্যরা আটক করে নিয়ে যায়। ট্রলারগুলো হলো- এফভি লায়লা–২ ও এফবি মেঘনা–৫। এর মধ্যে এফভি লায়লা–২ এস আর ফিশিং নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকানাধীন। এফভি মেঘনা–৫ চট্টগ্রামভিত্তিক সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

দুই দিনের মাথায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ভারতীয় কোস্টগার্ডের অফিশিয়াল ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করে এ সংক্রান্ত বার্তা দেওয়া হয়। একটি ছবিতে নাবিকদের একটি ট্রলারের ডেকে মাথার পেছনে দুহাত রেখে হাঁটু গেঁড়ে বসে থাকতে দেখা গেছে। আর দুটি ছবিতে ট্রলারগুলো দেখা যাচ্ছে।

‘ইন্ডিয়ান কোস্টগার্ড’ ফেসবুক পেইজে ছবি তিনটি প্রকাশ করে এ সংক্রান্ত পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার ২টিসহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার দুটি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে।’

সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন সারাবাংলাকে বলেন, ‘ফেসবুকের মাধ্যমে সর্বশেষ তথ্যে আমরা জানতে পেরেছি, ট্রলার দু’টি এখন ভারতের ‍উড়িষ্যার প্যারাদ্বীপের কাছে আছে। এর আগ পর্যন্ত ট্রলার দুটি আটক করে নিয়ে যাওয়ার খবর জানলেও অবস্থান কোথায় সেটা জানতাম না। আজ (বুধবার) সকালে ট্রলারের নাবিকদের সঙ্গে স্যাটেলাইট ফোনের মাধ্যমে আমাদের যোগাযোগ হয়েছে। তারাও অবস্থান উড়িষ্যার প্যারাদ্বীপ বলে নিশ্চিত করেছেন।’

বিজ্ঞাপন

তিনি জানান, বিকেল ৫টার দিকে তারা নিশ্চিত হয়েছেন, নৌযান দুটি ভারতের উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দরে অবস্থান করছেন। ৭৮ নাবিকের সবাইকে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা নৌযানগুলোতে তুলে দিয়েছেন।

এফভি মেঘনা–৫ ট্রলারের চীফ ইঞ্জিনিয়ার শরীফুল আলমের বাড়ি ময়মনসিংহ। স্ত্রী ও এক মেয়ে নিয়ে থাকেন চট্টগ্রাম নগরীর সদরঘাটে। স্ত্রী মাহমুদা খাতুন স্বামীকে নিয়ে জানালেন উদ্বেগের কথা।

মাহমুদা খাতুন সারাবাংলাকে বলেন, ‘সোমবার সকালে ঘটনা ঘটেছে। আমি মঙ্গলবার রাত ১০টার দিকে জেনেছি। অফিসে যোগাযোগ করেছি। তারা বলছেন, এগুলো এখন সরকারি সিদ্ধান্তের ব্যাপার। আর কিছুই আমরা জানতে পারছি না। উড়িষ্যার একটি দ্বীপে নিয়ে নাকি তাদের রাখা হয়েছে। এতদূরে কেন নিয়ে গেল, তাদের (ভারতীয়) উদ্দেশ্য কী- এসব নিয়ে খুব চিন্তা হচ্ছে। দেশের সঙ্গে দেশের বিরোধ থাকতে পারে, কিন্তু সাধারণ নাবিকরা- এদের কী অপরাধ। এদের কেন ধরে নিয়ে যাওয়া হলো, তারা তো দেশের সীমানার মধ্যেই ছিল। সীমানা ক্রস করার কথা বলে শুধু শুধু তাদের আটক করা হল।’

‘শরীফ অনেক বছর ধরে জাহাজে কাজ করছে। আমার বিয়েরও অনেক আগ থেকে করছে। কখনও সে এ ধরনের বিপদের সম্মুখীন হয়েছে বলে শুনিনি। আমরা সরকারের দিকে তাকিয়ে আছি, দেখি তারা কতটুকু কী করতে পারে। একবার যদি তার (শরীফুল) সঙ্গে কথা বলতে পারতাম, মনকে বোঝাতে পারতাম। আমরা কতটুকু দুশ্চিন্তার মধ্যে আছি বলে বোঝাতে পারব না। আল্লাহর কাছে প্রার্থনা, সবাই যেন ছহি ছালামতে তাড়াতাড়ি ফিরে আসে,’ – বলেন মাহমুদা খাতুন।

একই ট্রলারের ক্যাপ্টেন (স্কিপার) রাহুল বিশ্বাস। বাড়ি খুলনা জেলার ডুমুরিয়ায়। বাবা-মা সেখানে থাকেন। স্ত্রী ও চার বছরের এক মেয়েকে নিয়ে থাকতেন চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারে। এফভি মেঘনা-৫ সাগরে রওনা দেওয়ার আগে স্ত্রী ও মেয়েকে বাগেরহাটে শ্বশুরবাড়িতে রেখে এসেছিলেন।

এসব তথ্য দিয়ে রাহুলের বাবা অনাদি কুমার বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সকালে আমি ঘটনা শুনে ওর (রাহুল) অফিসে যোগাযোগ করি। তারা বলছে, কূটনৈতিকভাবে সরকার যা করার করবে, আমাদের দুশ্চিন্তা করতে মানা করল। নিষেধ করলেই কী আর টেনশন কমে? আমাদের এক ছেলে, এক মেয়ে। তার মা তো খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে। বাপের বাড়িতে আমার বৌমাও কান্নাকাটি করছে। নাতনির বয়স মাত্র চার বছর।’

’১২-১৩ বছর ধরে আমার ছেলে জাহাজে আছে। কোনোদিন এমন ঘটনা ঘটেনি। এখন হঠাৎ কী হল, তাদের একেবারে আটক করে ভারতে নিয়ে যেতে হলো, সেটা বুঝতে পারছি না। ঈশ্বরের কাছে প্রার্থনা, আমার একটাই ছেলে, তাড়াতাড়ি যেন তাকে আমার এবং তার মায়ের বুকে ফিরিয়ে দেয়। প্রার্থনা করছি, সেখানে তাদের ওপর যেন কোনো অত্যাচার-নির্যাতন না করা হয়।,’ – বলেন অনাদি কুমার বিশ্বাস।

সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেনের তথ্যানুযায়ী, এফভি-মেঘনা ট্রলারটি গত ২৪ নভেম্বর চট্টগ্রাম থেকে মাছ আহরণের জন্য খুলনায় যায়। সেটি ১৪ ডিসেম্বর ফিরে আসার কথা ছিল। ওই ট্রলারে ৩৭ জন নাবিক আছেন। অন্যদিকে ৪১ জন নাবিক নিয়ে এফভি লায়লা-২ ট্রলারটি চট্টগ্রাম থেকে রওনা করে গত ২৭ নভেম্বর। সেটি ডিসেম্বরের শেষ সপ্তাহে ফিরে আসার কথা ছিল।

এফভি লায়লা-২ এর মালিক প্রতিষ্ঠান ঢাকার। প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। নৌপরিবহন অধিদফতরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম জানান, নাবিকসহ ট্রলার দুটি ফিরিয়ে আনতে কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সরকারি দফতরগুলো ভারতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগসহ সার্বিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ ট্রলার নাবিক ভারত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর