Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনী নদীতে ৬৩০ কোটি টাকায় সেতু নির্মাণের সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৮:০১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:০৯

ফেনী নদী। ছবি: সংগৃহীত

ঢাকা: ফেনী জেলার সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কে ফেনী নদীর ওপর একটি সেতু নির্মাণ করবে স্থানীয় সরকার বিভাগ। এতে সরকারের ব্যয় হবে ৬৩০ কোটি ২১ হাজার ২৭৮ টাকা। পাশাপাশি সুনামগঞ্জের হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়নের ক্রয় প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

সূত্র জানা গেছে, ‘সোনাগাজী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কে ফেনী নদীর ওপর সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নম্বর-বেজা/ডব্লিউ-১ -এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। চারটি প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান আরবিসিজি এবং এনডিই প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পে ব্যয় হবে ৬৩০ কোটি ২১ হাজার ২৭৮ টাকা।

সভায় ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় প্যাকেজ নম্বর-এসইউএন/জামালগঞ্জ/সিডব্লিউ-১-এর ক্রয় কাজ পুনঃদরপত্র আহ্বান সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ এক ধাপ দুই খাম পদ্ধতিতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব জমা পড়ে। তার মধ্যে ২টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়।

বিজ্ঞাপন

রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স-এর ১৯৮ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য গত ২৭ মার্চ সিসিজিপি সভায় উপস্থাপন করা হলে অনুমোদন না করে কিছু তথ্য চাওয়া হয়। সে অনুসারে ওই প্রতিষ্ঠানের কাছে তথ্য চাওয়া হলে কোনো তথ্য পাঠায়নি।

এরই মধ্যে দর প্রস্তাবটির বৈধতার মেয়াদ উত্তীর্ণ হয়। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা মেসার্স জামাল ইকবাল-এর ২২৮ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার ৬৪ টাকার দরপ্রস্তাব দাফতরিক প্রাক্কলন অপেক্ষা ১৪ দশমিক ৬৮ শতাংশ বেশি হওয়ায় বর্ণিত ক্রয়প্রস্তাবটি পুনঃদরপত্র আহ্বানের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন েদয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

৬৩০ কোটি টাকা টপ নিউজ নির্মাণ ফেনী নদী সিদ্ধান্ত সেতু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর