Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩

নাটোরে অটোরিক্সার ধাক্কায় ১ শিশু নিহত

নাটোর: নাটোরের নলডাঙ্গায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সার ধাক্কায় ফাতেমা খাতুন নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) শেরকোল তাহের সড়কের বাঁশিলা ইছলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা ওই এলাকার জনৈক সেলিম সরদারের মেয়ে এবং স্থানীয় রিয়াজুল জান্নাত একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আজ সকালে ফাতেমা তার বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় পাটুল থেকে নলডাঙ্গাগামী একটি অটোরিক্সা ফাতেমাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় ফাতেমা।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ দুর্ঘটনার জন্য অটোরিক্সাকে দায়ী করে এবং এর চালককে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তদন্তে দোষী শনাক্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

নাটোর শিশু নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর