Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে নিজ কারখানা থেকে মালিকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৬:৪২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:১০

পাঁচদিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে কারখানার মেঝেতে পুতে রাখা হয়।

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে নিজের কারখানা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় নূরে আলম নামে এক কারখানা মালিকের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি চার দিন আগে নিখোঁজ হন। এ ঘটনায় কারখানার তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সম্রাট, মিরাজ হোসেন ও মো. রিফাত।

কামরাঙ্গীরচ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, গত ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন স্কিন প্রিন্ট কারখানার মালিক নূরে আলম। অনেক খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি করেন নিহতের পরিবার।

এ ঘটনায় কারখানার তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ।

তিনি জানান, এই ঘটনায় মূল হত্যাকারীসহ ওই কারখানার তিন কর্মচারীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কারখানার ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় চারজন জড়িত ছিল। আরও একজনকে ধরতে অভিযান চলছে। পাঁচদিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে কারখানার মেঝেতে পুতে রাখে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন রয়েছে। হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, কারখানার ভেতরেই জুয়া খেলছিলেন কর্মচারীরা। আর তাতে বাধা দিলে নূরে আলমকে আঘাত করে কারখানার কর্মচারীরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে পুতে রাখে তারা।

সারাবাংলা/এসএসআর/ইআ

কামরাঙ্গীরচর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর