Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা আলী আহসান মুজাহিদকে হত্যার বিচার চাইলেন ছেলে মাবরুর

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠন করা সংগঠন ‘মায়ের ডাক’ এর এই গণ জমায়েত। ছবি: সারাবাংলা

ঢাকা: জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ হত্যা করা হয়েছে উল্লেখ করে বিচার দাবি করলেন ছেলে আলী আহমেদ মাবরুর।

জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, খুন, ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গণজমায়েতে তিনি এ দাবি জানান।

এদিন জুলাই-আগস্টে গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানান গণজমায়েতে আসা আগত অতিথিরা ও সাধারণ মানুষ।

গণজমায়েতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শামন্তা শারমিন বলেন, জুলাই-আগস্ট মাসে হত্যার দায়ে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। তাকে ফিরিয়ে এনে দেশীয় ও আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করতে হবে।

এদিন দুপুরে জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, খুন, ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গণজমায়েত শুরু হয়।

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠন করা সংগঠন ‘মায়ের ডাক’ এর এই গণজমায়েতের আয়োজন করে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার হেফাজতে ইসলামের নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণজমায়েতের মূল অনুষ্ঠান শুরু হয়।

গণজমায়েতে হাজারো ভুক্তভোগীকে উপস্থিত হতে দেখা গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

মায়ের ডাক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর