Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশাচ্ছন্ন নওগাঁ, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৩

উত্তরে শীতের তীব্রতা,কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। ছবি: সারাবাংলা

নওগাঁ: শীতের তীব্রতা ও কুয়াশায় নওগাঁয় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে রয়েছে পথঘাট। গতকাল থেকে নেই সূর্যের দেখা। কুয়াশার কারণে ছোট-বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এতে সড়কে চলাচলকারী যানবাহনের চালক থেকে শুরু করে পথচারী ও জনসাধারণ পড়েছেন চরম বিপাকে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার।

বিজ্ঞাপন

এদিকে, ঘন কুয়াশা ও শীতের তীব্র দাপটে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষও।

হাসপাতালগুলোতেও বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

আগামী ২ দিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

কুয়াশার তীব্রতা নওগাঁ শীত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর